(Go: >> BACK << -|- >> HOME <<)

বিষয়বস্তুতে চলুন

বহুভাঁজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রকৃত প্রক্ষেপণ সমতল হল একটি দ্বিমাত্রিক বহুভাঁজ যা স্বতঃপ্রতিচ্ছেদ ছাড়া ত্রিমাত্রিক ভাবে বোধগম্য নয়। একে এখানে বালকের পৃষ্ঠের মাধ্যমে দেখানো হয়েছে।
পৃথিবী পৃষ্ঠের প্রতিটি বিন্দুর অন্তর্ভুক্তির জন্য (ন্যূনতম) দুইটি বর্ণনা চিত্র বা মানচিত্রের প্রয়োজন। এখানে পৃথিবী পৃষ্ঠকে উত্তরদক্ষিণ মেরু এ দুটি পরিমণ্ডলে বিভাজিত করা হয়েছে।

গণিতে বহুভাঁজ হল এমন এক টপোলজিকাল স্থান যা স্থানীয়ভাবে প্রতিটি বিন্দুর নিকটে ইউক্লিডীয় স্থানের সমরূপ হবে। আরও সঠিকভাবে বলা যায়, একটি n-মাত্রিক বহুভাঁজের প্রতিটি বিন্দুর একটি সমীপবর্তিতা বিদ্যমান যা n মাত্রার ইউক্লিডীয় স্থানে হোমিওমর্ফিক। আরও নিখুঁত পরিভাষায়, একটি বহুভাঁজ বলতে n-বহুভাঁজকে বোঝানো হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]