(Go: >> BACK << -|- >> HOME <<)

বিষয়বস্তুতে চলুন

বিষুবলম্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা MerlIwBot (আলোচনা | অবদান) কর্তৃক ০২:১২, ২২ নভেম্বর ২০১২ তারিখে সম্পাদিত হয়েছিল (বট যোগ করছে: af:Deklinasie)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বিষুবীয় স্থানাংক পদ্ধতি

বিষুবলম্ব (ইংরেজি: Declination; সংহ্মেপে: dec; প্রতীক: δ) খ-গোলকের কোন একটি বিন্দু চিহ্নিত করার জন্য ব্যবহৃত দুইটি স্থানাংকের একটি। বিষুবীয় স্থানাংক পদ্ধতিতে এটি ব্যবহৃত হয়। অন্য স্থানাংকটি হল বিষুবাংশখ-বিষুব থেকে কোন খ-বস্তুর কৌণিক দূরত্বকে বিষুবলম্ব বলা হয়। খ-বিষুব থেকে উত্তরে বিষুবলম্ব ধনাত্মক এবং দক্ষিণে ঋণাত্মক ধরা হয়। দুইটি মেরুতে এটি সর্বাধিক অর্থাৎ ৯০ ডিগ্রী।

বহিঃসংযোগ