(Go: >> BACK << -|- >> HOME <<)

বিষয়বস্তুতে চলুন

মধু মঙ্গল সিংহ

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াত্ত উইকিপিডিয়া
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

মধু মঙ্গল সিংহর জরম 1976 খ্রীস্টাব্দত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পূর্ব হুরুয়া গাঙে। হুরুকাং কালেত্ত লেখালেখি করিয়া যারগা। বাংলা , ইংরেজী বারো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে ইকরের। IGNOU বিশ্ববিদ্যালয়ত্ত শিক্ষাবিজ্ঞান বিষয়লো M.A; DElEd, ডিগ্রী নিয়া এবাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষালো Ph.D করের।গিরকর পেশাহান শিক্ষকতা ।

মধু মঙ্গল সিনহা-ফটোগ মধু মঙ্গল সিনহা মধু মঙ্গল সিংহর প্রকাশিত গ্রন্থাবলীর মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে 'নিংশীঙ হপনে', 'ইমার ডাকে' (কাব্য), 'নিক্কন(বাংলা)', 'শ্রী শ্রীল সাধু ঠাকুর ভূবনেশ্বর' , 'ঠারআহান জিংতা করানি' (গবেষনা), ' সুস্থ থাকার জন্য যোগ' উল্লেখযোগ্য। ইংলিশ ইকরা লেইরিকরমা 'Madhu's English Guide for Class VIII ' বারো 'Language Death' উল্লেখযোগ্য।