(Go: >> BACK << -|- >> HOME <<)

ওরাকল ডেটাবেজ

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা MDImtiazShoykat (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল (সম্প্রসারণ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ওরাকল ডেটাবেজ (সাধারণত ওরাকল ডিবিএমএস, ওরাকল অটোনোমাস ডেটাবেজ, বা শুধুমাত্র ওরাকল নামে পরিচিত) হল একটি মালিকানাধীন মাল্টি-মডেল [৩] ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা ওরাকল কর্পোরেশন দ্বারা উন্নীত এবং বাজারজাতকৃত।

ওরাকল ডেটাবেজ
উন্নয়নকারীওরাকল কর্পোরেশন
প্রাথমিক সংস্করণ১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
স্থিতিশীল সংস্করণ
যে ভাষায় লিখিতএসেম্বলি ভাষা, সি, সি++[১]
ধরনমাল্টি মডেল ডাটাবেজ
লাইসেন্সProprietary[২]
ওয়েবসাইটwww.oracle.com/database/

এই ডাটাবেজটি মূলত তাৎক্ষণিক লেনদেন (অনলাইন ট্রাঞ্জেকশন প্রসেস-ওএলটিপি), ডাটা ওয়্যারহাউজিং এবং এই দুটোর সমন্বয়ে বহুলাংশে ব্যবহৃত হয়। ওরাকলের এই ডাটাবেজ তিনটি সেবার মাধ্যমে ব্যবহার করা যায়- অন প্রিমিসেস অর্থাৎ ব্যবহারকারীর নিজস্ব পরিসরে, অন-ক্লাউড অর্থাৎ ক্লাউড পরিসেবার মাধ্যমে (ব্যবহারকারীর নিজস্ব পরিসর হীন) অথবা হাইব্রিড ক্লাউড ইনস্টলেশন হিসেবে। এটি তৃতীয় পক্ষের সেবাদান কারী প্রতিষ্ঠান থেকেও যেমন ব্যবহার করা যায় তেমনি ওরাকলের নিজস্ব হার্ডওয়্যারে পরিচালিত ডিভাইসের মাধ্যমেও (এক্সাডাটা অন প্রিম, [ওরাকলের ক্লাউড] অথবা ক্লাউড কাস্টমারে) ব্যবহার করা যায়।[৪]

ওরাকল ডাটাবেজ, ডাটাবেজের তথ্য তুলে আনতে অথবা হালনাগাদ করতে এসকিউল কোয়েরী ভাষা ব্যবহার করে থাকে। [৫]

ইতিহাস

ল্যারি এলিসন আর তার দুই বন্ধু এবং সহকর্মী বব মাইনার এবং এড ওয়াটেস ১৯৭৭ সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিস (SDL) নামক একটি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের হাত ধরেই ওরালের মূল সংস্করণ তৈরি হয়। এলিসন এই "ওরাকল" নামটি নিয়েছিলেন সি আই এ এর একটি সাইংকেতিক নাম থেকে। যেখানে তিনি এর পূর্বে এম্পেক্স দ্বারা নিয়োজিত ছিলেন এবং বেশ কিছু দিন কাজও করেছিলেন।[৬]

রিলিজ এবং সংস্করণ

ওরাকল ডাটাবেজের প্রতিটি সফটওয়্যার রিলিজ এবং সংস্করণে তাদের নিজস্ব রিলিজিং সাংখ্যিক মান এবং নাম করণ প্রদান করে। এর সর্বশেষ সংস্করণ হচ্ছে ওরাকল ডাটাবেজ ২৩ সি, [২০২৩, এপ্রিল]। সংস্করণ গুলোর সাথে এই 'সি' অক্ষরটি দিয়ে ক্লাউড শব্দটি বুঝানো হয়। এর আগের সংস্করণ (যেমন ওরাকল ডাটাবেজ ১০ জি, ওরাকল ৯ আই ডাটাবেজ) এর মধ্যে থাকা জি দিয়ে গ্রিড এবং আই দিয়ে ইন্টারনেট বুঝানো হত। তারও পূর্ববর্তী সংস্করণ যেমন ওরাকল৮ আই এর পূর্বে তারা নামকরণের মধ্যে কোন সাংকেতিক বৈশিষ্ট ব্যবহার করেনি। ওরাকল ডাটাবেজের কোন ভার্সন ১ বলে কোন সংস্করণ নেই কারণ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন "কেউই প্রাথমিক সংস্করণ কিনতে চায় না" এই ধারণায় বিশ্বাসী ছিলেন।[৭]

  1. Lextrait, Vincent (মার্চ ২০১৬)। "The Programming Languages Beacon, v16"। ৩০ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬ 
  2. "OTN Standard License", Technical network, Oracle 
  3. "Multimodel Database with Oracle Database 12c Release 2" (পিডিএফ)। Oracle। ১৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭ 
  4. "Exadata" (পিডিএফ), Technical network, Oracle 
  5. Roeser, Mary Beth; Adams, Drew; Ashdown, Lance; Baby, Thomas; Baer, Hermann; Baskan, Yasin; Bayliss, Nigel; Chen, Shuo; Belden, Eric। "Oracle and Standard SQL"Oracle Help Center (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৯ 
  6. "Welcome to Larryland"The Guardian। ২৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৯ 
  7. Julie Bort (২৯ সেপ্টেম্বর ২০১৪)। "Larry Ellison Is A Billionaire Today Thanks to the CIA"Business Insider। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭